ঢাকা সিলেট হাইওয়ের নাজির বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় স্পটেই ১১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে আজ। আহত বাকিদের কে ওসমানী মেডিকেলে পাঠানো হলে আরো ৩ জন মৃত্যু নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। মোট মৃতের সংখ্যা ১৪ তে দাড়িয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। মৃতের সংখ্যা আরো বাড়ার শংকা রয়েছে। দূর্ঘটনা কবলিত নিহত ও আহত ব্যক্তিরা সুনামগঞ্জ জেলার ভাটিপাড়া, মধুপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ইতিমধ্যে নিহত ও আহতদের স্বজনরা খবর পেয়ে ওসমানী হাসপাতালে জড়ো হচ্ছেন। হাসপাতালে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বাতাস। .
৭ জুন ২০২৩ ইং সকালে ওসমানী নগরের নাজীর বাজার এলাকায় ট্রাক ও পিক-আপভ্যানে মুখোমুখি সংঘর্ষে ঘটনাটি ঘটে। .
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে ঢাকা থেকে সিলেট গামী ট্রাক ও সিলেট থেকে ওসমানীনগর মুখি পিক-আপের মধ্যে ভোর সাড়ে ৬ ঘটিকা নাগাদ কুতুবপুর এলাকায় মারাত্মক এই দূর্ঘটনা সংঘটিত হয়। এতে ঘটনাস্থলে হতাহতের ঘটনাটি ঘটে। .
খবর পেয়ে সিলেট থেকে ফায়ার সার্ভিসের টিম, ওসমানী নগর থানা পুলিশ ও এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পাশাপাশি মৃতদের হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করেন।.
এদিকে সংঘর্ষে নিহত ও আহতদের খুঁজ নিতে ওসমানী মেডিকেল হাসপাতালে ছুটে গেছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। আহতদের উন্নত চিকিৎসার তাগিদ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষকে। নিহত নারী পুরুষের মরদেহ তাদের স্বজনদের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। .
আপনার মতামত লিখুন: